”সাংবাদিক আহমেদ ফয়সাল ক্যালিফোর্নিয়াতে স্কুল গভর্নিং বডির চেয়ারপার্সন নির্বাচিত।”
লস এঞ্জেলেস,ক্যালিফোর্নিয়াঃ প্রবাসী সাংবাদিক ও মানবাধিকার সংগঠক আহমেদ ফয়সাল ‘কোহেংগা ইলিমেন্টারি স্কুল গভর্নিং বডি’র ‘চেয়ারপার্সন’ নির্বাচিত হলেন। গত ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে স্কুল লাইব্রেরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পুর্বে ১২ই সেপ্টেম্বর কুরবানির ঈদের দিনে তিনি গার্ডিয়ান ক্যাটাগরিতে মেম্বার মনোনীত হন। ইতিপূর্বে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে তিনি একই স্কুলের ‘ভাইস চেয়ার’ নির্বাচিত হয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের অবস্থান দিন দিন জোরদার হচ্ছে। নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, ডালাস, ডেট্রয়েট, আটলান্টা’সহ বিভিন্ন সিটিতে বাংলাদেশী বংশোদ্ভূত ইমিগ্রান্টগণ মূলধারায় যুক্ত হয়ে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
ইতিপূর্বে গত ৫ই মে আহমেদ ফয়সাল সহ চার বাংলাদেশী আমেরিকান প্রথম বারের মত লস এঞ্জেলেস সিটি নেইবারহুড কাউন্সিল ইলেকশনে ‘কাউন্সিল’ নির্বাচিত হন।
আহমেদ ফয়সাল ১৯৭০ সালে ঝালকাঠি জেলার কেওড়া ইউনিয়নের নেহালপুর গ্রামে (মাতুলালয়ে) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নলছিটি উপজেলার কুশঙল ইউনিয়নের মুখিয়া গ্রামের মাস্টার এ. কে মনসুর আহমেদ এবং ফাতেমা মনসুরের একমাত্র পুত্র।
আহমেদ ১৯৯৫ সালে ‘অক্সফোর্ড অব বেঙ্গল’ খ্যাত বরিশাল বি. এম. বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি সমাজ কল্যাণ পরিষদ, মাদক বিরোধী সংগঠন, মানবাধিকার সংগঠনসহ বহু সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আহমেদ ফয়সাল প্রায় এক যুগ ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয়ত বৃহত্তম নগরী লস এঞ্জেলেসে স্বপরিবারে বসবাস করে আসছেন।
শুরু থেকেই তিনি প্রবাসী কমিউনিটিতে নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।