সাংস্কৃতিক ব্যক্তিত্ব আকতার হোসেনকে নিউইয়র্কে বিশেষ সম্মাননা

422

ভার্জিনিয়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সংস্কৃতিসেবী, অত্যন্ত সুপরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির প্রেসিডেন্ট আকতার হোসেন এবার সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে সন্মানজনক এনআরবি এওয়ার্ডস পেয়েছেন। গত ১০ নভেম্বর শুক্রবার নিউ ইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শোটাইম মিউজিক এন্ড প্লে’র প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান আলম তাঁর হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেন।

এখানে উল্লেখযোগ্য যে ওয়াশিংটন ডিসি এলাকার প্রায় তিনযুগের অধিবাসী আকতার হোসেন তাঁর নানান গঠন্মুলক কর্মতৎপরতার জন্যে বিশেষভাবে প্রশংসিত।শোটাইম মিউজিক এর প্রধানের কাছ থেকে এই সম্মাননা গ্রহনের সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন আকতার হোসেনের স্ত্রী ও বিশিষ্ট কবি ফাহমিদা হোসেন শম্পা। বিভিন্ন ক্ষেত্রে প্রবাসে বিশেষ অবদানের জন্যে গেলো ক’বছর ধরে শোটাইম মিউজিক এন্ড প্লে এই এনআরবি এওয়ার্ডস দিয়ে আসছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.