সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফখরুল আলম লিটনকে বিশেষ সন্মাননা প্রদান
নিউজবিডিইউএসঃযুক্তরাষ্ট্রের সাস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় ব্যক্তিত্ব ফখরুল আলম লিটনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে । গত ২২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে প্রিয় বাংলার পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত পথ মেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।উত্তর আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের প্রিয় মানুষ ফখরুল আলম লিটন দেশীয় সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।স্বল্পভাষী লিটন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আগত বাংলাদেশী সংগীত শিল্পীদেরকে শিল্প চর্চায় অকপটে সহযোগিতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক, নিউজার্সী, ক্যালিফোনিয়া, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন, বাল্টিমোর এবং আটলান্টাসহ বিভিন্ন সিটিতে সংগীত পরিবেশনে পৃষ্ঠপোষকতা করে থাকেন। সংগীতের ক্ষুধা মেটানোর জন্য গত এক যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফখরুল আলম লিটন । বেশ কয়েক বছর মিডিয়ার সাথে সরাসরি জড়িত থাকায় সাংস্কৃতিক পরিমন্ডলে তার কার্যপরিধি বৃদ্ধি পেয়েছে বহুগুন। যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি পৌছিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ ফখরুল আলম লিটন পেয়েছেন সংগীত প্রেমীদের ভালবাসা। তার এই বিশেষ সন্মাননা প্রাপ্তিতে বিভিন্ন সংগঠন ও অনেক বিশিষ্টজন অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউজবিডিইউএস ডটকমের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক এসএম জাহিদুর রহমান।