সাকা চৌধুরীর স্ত্রী পুত্র খালাস, আইনজীবীর সাজা
বিবিসি নিউজঃ বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছিল, সেই রায় ফাঁসের মামলায় তাঁর আইনজীবী ফখরুল ইসলামের দশ বছরের কারাদণ্ড হয়েছে।
ঢাকার সাইবার অপরাধ দমন ট্রাইবুনাল মামলাটিতে অভিযুক্ত বিএনপি নেতা মি. চৌধুরীর স্ত্রী এবং পুত্রকে খালাস দিয়েছে।
অভিযুক্তদের পক্ষের আইনজীবী খায়রুল ইসলাম জানিয়েছেন, রায় ফাঁসের মামলায় মোট অভিযুক্ত ছিলেন সাতজন।
অভিযুক্তদের মধ্যে আইনজীবী ফখরুল ইসলামের দশ বছরের সাজার পাশাপাশি এক কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
তাঁর একজন জুনিয়র আইনজীবী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দু’জন কর্মচারীসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড হয়েছে।
খালাস পেয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী এবং সন্তান হুম্মাম কাদের চৌধুরী।
সাজাপ্রাপ্তদের পক্ষের আইনজীবীরা বলেছেন, এখন তারা উচ্চ আদালতে আপিল করবেন।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের রায় ফাঁস হওয়ার ঘটনা সে সময় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল।
অবশ্য ট্রাইবুনালের সেই রায়ের পর আপিল বিভাগে আইনগত সব প্রক্রিয়া শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে ২০১৫ সালের নভেম্বরে।