সাতক্ষীরা-৪: ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গ্রেফতার

342

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আট ইউনিয়ন) আসনে ২০ দলীয় জোট প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

Gazi-Nazrul-Islamএকই সময়ে গ্রেফতার করা হয়েছে শ্যামনগর উপজেলা পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান জামায়াতের উপজেলা আমির আবদুল বারী, পদ্মপুকুর ইউপি জামায়াতের আমির আবদুর রব এবং জামায়াত নেতা মো. বারী।

রোববার দুপুরে তাদের বাড়ি শ্যামনগরের ইসমাইলপুর ও আটুলিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম জানান, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। এছাড়া মাওলানা বারীসহ অন্যদের বিরুদ্ধেও রয়েছে নাশকতার কয়েকটি মামলা। এসব মামলায় গ্রেফতারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

প্রসঙ্গত, গাজী নজরুল ১৯৯১ সালে জামায়াতের এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির গোলাম রেজার কাছে হেরেছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.