সালমান আমার লাকি চার্ম

767

1448101373.বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই যে ছবিগুলোয় অভিনয় করেছেন, সে সবক’টির মাধ্যমে প্রশংসিত হয়েছেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। অভিনয় ও পারফরমেন্সের দিক দিয়ে চলতি প্রজন্মের মধ্যে অন্যতম অভিনেত্রী হিসেবে ধরা হয় তাকে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, বলিউডের ফ্যাশন আইকন তকমাও জুড়ে গেছে তার নামের পাশে।
তবে চলতি বছরের নভেম্বরে এসে সর্বোচ্চ সফলতা অর্জন করলেন সোনম। আর সেটা হলো সালমান খানের ‘প্রেম রতন ধান পায়ো’ ছবির মাধ্যমে। এ ছবিটি এরই মধ্যে ব্যবসা সফলতায় রেকর্ড গড়েছে। ধারণা করা হচ্ছে ছবিটি সালমানের আরেক ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ব্যবসা সফলতাকেও ছাড়িয়ে যাবে। সম্পূর্ণ সামাজিক ও পারিবারিক গল্প নিয়ে তৈরি ‘প্রেম রতন ধন পায়ো’ তে সোনম অভিনয় করেছেন একজন রাজকুমারীর ভূমিকায়।
একেবারেই শালীন পোশাকে এ ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এখানে সোনমের অসাধারণ অভিনয়, নাচ, সৌন্দর্য, পারফরমেন্স দর্শকদের নজর কেড়েছে। অনেকেই মনে করছেন এ ছবির জন্য চলতি বছর বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কারটিও বগলদাবা করবেন সোনম। সব মিলিয়ে ভাগ্যদেবী যেন ভর করেছে এখন সোনমের ওপর।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.