সিইসির ভাগ্নেসহ নৌকায় নতুন যারা

741

এবার প্রথমবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ের সুযোগ পাচ্ছেন একঝাঁক তরুণ মুখ। এদের মধ্যে আলোচিত মুখ হলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। তিনি নড়াইল-২ আসনে দলের মনোনয়ন পেয়েছেন।

এরপরই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু। ছাত্রলীগের সাবেক এই নেতা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে নৌকার প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন।

news_canditate

এরা ছাড়া প্রথমবারের মতো নৌকা প্রতীকে ভোট করার সুযোগ পাচ্ছেন, তারা হলেন, খুলনা-২ আসনে শেখ সালাহউদ্দিন জুয়েল, পটুয়াখালী-৪ আসনে মুহিবুর রহমান, টাঙ্গাঈল-২ আসনে তানভীর হাসান, টাঙ্গাঈল-৩ আসনে আতাউর রহমান খান, ঢাকা-১৩ আসনে সাদেক খান, ফরিদপুর-১ আসনে মনজুরুল ইসলাম বুলবুল, মাদারীপুর-৩ আসনে আবদুস সোবহান গোলাপ, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে এনামুল হক শামীম, সিলেট-১ আসনে একেএম আব্দুল মোমেন, যশোর-২ আসনে মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন, সিরাজগঞ্জ-৫ আসনে আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৩ আসনে ডা. আব্দুল আজিজ, নাটোর-১ আসনে শহীদুল ইসলাম বকুল, পঞ্চগড়-১ আসনে মাজহারুল হক প্রধান, নঁওগা-৫ আসনে প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজামউদ্দিন জলিল, মাগুরা-১ আসনে সাইফুজ্জমান শিখর, পিরোজপুর-১ আসনে শ ম রেজাউল করিম, চট্টগ্রাম- ৯ আসনে মহিবুল হাসান নওফেল, যশোর-৫ আসনে স্বপন ভট্টাচার্য (গতবার স্বতন্ত্র ছিলেন), কিশোরগঞ্জ-২ আসনে সাবেক আইজিপি নূর মোহাম্মদ, পটুয়াখালী-১ আসনে অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাগেরহাট-২ আসনে শেখ সারহান নাসের তন্ময়, কুমিল্লা-৩ আসনে ইউসুফ আব্দুল্লাহ হারুন (গতবার স্বতন্ত্র ছিলেন), নেত্রকোনা- ১ আসনে মানু মজুমদার, নেত্রকোনা-২ অঅসনে আশরাফ আলী খান আজম, নেত্রকোনা-৩ আসনে অসিম কুমার উকিল, ঝিনাইদহ-৩ আসনে অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, ময়মনসিংহ-১১ আসনে জসিম উদ্দিন আহমেদ ঝনু, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিউল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. জিয়াউর রহমান, রাজশাহী-৫ আসনে প্রফেসর ডা. মুনসুর আহমেদ, ঢাকা-১৭ আসনে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক), কুষ্টিয়া-৪ আসনে সেলিম আলতাফ জর্জ, নড়াইল-১ আসনে নিজামউদ্দিন খান নিলু, খুলনা-৬ আসনে আক্তারুজ্জামান, টাঙ্গাঈল-৬ আসনে আহসানুল ইসলাম টিটু, ময়মনসিংহ-৭ আসনে হাফেজ রুহুল আমিন মাদানি, ঢাকা-২০ আসনে বেনজির আহমেদ, গাজীপুর-৩ আসনে ইকবাল হোসেন সবুজ, ফরিদপুর-১ আসনে মনজুর হোসেন বুলবুল, ফরিদপুর-৪ আসনে কাজি জাফরুল্লাহ, মৌলভীবাজার-৩ আসনে নেছার আহমেদ ও কক্সবাজার-৪ আসনে বর্তমান এমপি আব্দুর রহমান বদির স্ত্রী শাহিনা আক্তার।

এদিকে, রাত সাড়ে ৭টার সময় মনোনয়ন বিতরণ শেষ করা হয়েছে। সূত্রমতে, এখনো চারজন মনোনয়ন সংগ্রহ করেননি। আগামীকাল তারা মনোনয়ন নেবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.