সিটি কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ এর নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রশীদ আহমদঃ নিউইয়র্ক সিটির কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ এর কাউন্সিলম্যান পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ মূলধারার রাজনীতিক বাংলাদেশী-আমেরিকান হেলাল আবু শেখের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাঙালী অধ্যুষিত ওজন পার্কের দাওয়াত রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ১৮ই মার্চ শনিবার সন্ধ্যায় এক নির্বাচনী প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওজন পার্কের মসজিদ আল আমানের প্রেসিডেন্ট কবির চৌধুরী এবং কমিউনিটি এ্যাক্টিভিস্ট মুহাম্মদ আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় এ সমাবেশে আসন্ন নির্বাচনে ডেমক্রেটিক পার্টির কাউন্সিলম্যান পদপ্রার্থী সিটির পাবলিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল আবু শেখ বাংলাদেশী কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত নির্বাচনী প্রচারনা সমাবেশে সূচনা বক্তব্য রাখেন কাউন্সিলম্যান প্রার্থী জনাব হেলাল আবু শেখ।
স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ জনাব আতাউল গণী আসাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর মুহাম্মদ সুলতান কবীর,ব্যবসায়ী জনাব আবদুল মুতালিব রহিম নুনুই, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ বদরুল হক,জনাব মাহবুবুর রহমান চৌধুরী ,জনাব লুৎফুর রহমান,জনাব মাহমুদুর রহমান, কমিউনিটি এ্যাক্টিভিস্ট আবু নাসের,আল আমান মসজিদ এর প্রাক্তন সভাপতি হাজী সামছুদ্দীন সোনাই,জনাব মুহাম্মদ আবদুর রউফ মুকুল,ইয়র্ক বাংলা’র সম্পাদক মাওলানা রশীদ আহমদ,জনাব আবদুন নূর, জনাব বেলাল আবু শেখ,ইয়ূথ লিডার আনোয়ার খান,তরুণ রাজনীতিবিদ সাগর মুহাম্মদ ছানু ও ফরহাদ হোসেন সহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব রফিক উদ্দীন,জনাব মোহাম্মদ আবদুল আহাদ,জনাব সাইফুল আলম,জনাব ময়নূল হক,মোঃ আবুল হোসেন,জনাব মুহাম্মদ রহমান,ব্রাদার ওমার কামীস ও আবদুর রাশীদ প্রমূখ। সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখকে নিউইয়র্ক সিটির প্রথম বাংলাদেশী-আমেরিকান কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করে বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ের পথ সুগম করার আহ্বান জানান।