সিরিজে সমতা আনলো বাংলাদেশ…

571

নিউজবিডি ইউএসদেস্কঃ মিরপুরে সিরিজ বাঁচানোর ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৪ রানে জিতে সিরিজে সমতা আনলো বাংলাদেশ।

টা্ইগারদের দেয়া ২৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২০৪ রানে থাকে ইংলিশদের তরী।

জেসন রয়, জেমস ভিন্স এবং বেন স্টোকসকে ফেরান মাশরাফি। বেন ডাকেটকে ফিরিয়েছেন সাকিব। জশ বাটলার ও জনি বেয়ারস্টোর ৭৯ রানের জুটি ভাঙেন তাসকিন। ৫৭ রান করা বাটলারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন তাসকিন।

9df8f3ae36eb69bfd602756c105c1bcf-Flying-Taskin

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতার পর মাহমুদুল্লার ফিফটি ও লোয়ার মিডল অর্ডারে মাশরাফি, নাসির ও মোসাদ্দেকের দৃঢ়তায় লড়াই করার পুঁজি পায় টাইগাররা। টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইংলিশদের নিয়ন্ত্রিত ও শর্ট বলের ফাঁদে পড়েন ইমরুল কায়েস ও তামিম ইকবাল। ইমরুল ১১ আর তামিম ফেরেন ১২ রান করে। ব্যর্থ হন সাব্বির রহমানও।

চতুর্থ উইকেটে মুশফিক-মাহমুদুল্লার ফিফটি পার্টনারশিপে ধাক্কা সামলে নেয় স্বাগতিকরা। সেট হয়েও ২১ রান করে আউট হন মুশফিক। অভিজ্ঞ সাকিব করেন মাত্র ৩ রান। মাহমুদুল্লাহর ৭৫ এবং শেষদিকে মাশরাফির ৪৪ রানে ২৩৮ এ পৌঁছায় টাইগারদের স্কোর। দীর্ঘ সময় একাদশে ফেরা নাসির অপরাজিত থাকেন ২৭ রানে। দুটি কোরে উইকেট নিয়েছেন ক্রিস ওকস, জেইক বল ও আদিল রাশিদ।

 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.