সিলেটে ‘মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন’ এর শীতবস্ত্র বিতরণ সম্পন্ন।

648
রশীদ আহমদঃ
সিলেট সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক,শিক্ষাবিদ মুহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, অসহায় দরিদ্র জনগোষ্টির পাশে দাড়ানো বিত্তশালীদের কর্তব্য। দারিদ্রমুক্ত সমাজ গড়ার জন্য সরকারের পাশাপাশি সমাজ সচেতন সকল বিত্তশালী ব্যক্তিবর্গ এগিয়ে আসলেই কেবল সুখি-সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। গত ১৮ই জানুয়ারি শুক্রবার গোয়াইনঘাট উপজেলার  নন্দিরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নন্দিরগাঁও মানাউরা ও খোরুমখলা গ্রামবাসীর শতাধিক অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে একথা বলেন।
received_1969159116536896

সমাজ সেবামূলক ও দ্বীনি সংগঠন ’’মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন সিলেট’’এর উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মাওলানা মোঃ ইব্রাহিম।সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক  মাওলানা শাব্বীর আহমদের সাবলীল পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের তথ্য ও প্রকাশনা সম্পাদক শাহেদ হাতিমী।

received_528199501006714
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, উত্তর সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন,গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও-মানাউরা গ্রামের কৃতি সন্তান মাওলানা আবদুল মতীন সাহেবের সুযোগ্য ছেলে, যুক্তরাষ্ট্র  প্রবাসী মাওলানা রশীদ আহমদ তাঁর পিতার নামে সমাজ সেবামুলক ফাউন্ডেশন গঠন করে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এটা নিঃসন্দেহে একটি মহত উদ্যোগ ও প্রশংসনীয় কাজও বটে। অসহায় মানবতার পাশে দাঁড়ানো মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আর্দশ। তিনি ’মাওলানা আবদুল মতীন ফাউন্ডেশন,সিলেট এর সাথে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নন্দিরগাঁও-মানাউরা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা শেখ আবদুল খালিক,রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন সদস্য বশির আহমদ, গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের সেক্রেটারী গোলাম আম্বিয়া কয়েস, সিলেট রিপোর্ট সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী।
received_354707425349300
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন্দিরগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াহিদ,মখতার আলী মেম্বার, নোয়াগাও মাদরাসার মুহতামিম মাওলানা নেছার আহমদ।আরো উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া দারুস সালাম নন্দিরগাঁও মাদরাসার পরিচালক মাওলানা রফিক আহমদ মহল্লী,নন্দিরগাও ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার খোয়াজ আলী,নন্দিরগাঁও মানাউরা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা  সিদ্দিক আহমদ,মানাউরা নূরানী তা’লীমুল কুরআন কিন্ডারগার্টেন মাদরাসার পরিচালক মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা ইমাম উদ্দীন,ফাউন্ডেশন সদস্য হেলাল উদ্দিন আহমদ,ফয়েজ আহমদ ও ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমূখ।শীতবস্ত্র বিতরণ  সহযোগিতায় ছিল বাসমাহ ফাউন্ডেশন ও নন্দিরগাঁও মানাউরা প্রবাসী কল্যাণ পরিষদ।মিডিয়া পার্টনার ছিল সিলেট রিপোর্ট ডটকম।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.