সিসিউতে ভর্তি নজরুল ইসলাম খান
বাংলাদেশ:বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিউতে ভর্তি করা হয়েছে।
শনিবার বিএনপির নির্বাহী কমিটির সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার হাসপাতালে ভর্তি হওয়ার তথ্যটি নিশ্চিত করে জানান, হোটেল লা মেরিডিয়ানে বিএনপির নির্বাহী সভার শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করেন নজরুল ইসলাম খান। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সিসিইউতে ভর্তি আছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি বুকে ব্যথা অনুভব করলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ও পরে ‘এনজিও প্লাস্ট’ অস্ত্রোপচার করা হয়।