সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হলো বৃহত্তর নোয়াখালী সমিতি মিলানো, মনচা, ব্রিয়ানচা, ইতালির নির্বাচন..
ফেরদৌসী আক্তার পলি, ইতালিঃ রবিবার ১১ ডিসেম্বর ইতালির মিলানো শহরের স্থানীয় একটি হলে বহুল আলোচিত বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচন অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়ে গেলো।
গত ৩ মাস ধরে একটানা নির্বাচনের কার্যাবলী পরিচালনার মাধ্যমে ৭ জন নির্বাচন কমিশনার বৃহত্তর নোয়াখালী সমিতির , এই নির্বাচন সম্পন্ন করেছেন। ভোটের প্রাক্কালে ভোটার ও প্রার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ পাটোয়ারী ,হারুন উর রশিদ ,খোরশেদ আলম ,আব্দুল মতিন ভূঁইয়া ,ইকবাল হোসেন,মঈন উদ্দিন মিলন ও দেলোয়ার হোসেন।
ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। সকাল ৮ টা থেকে রাট ৮ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে, মিলানো শহর ছাড়াও দূর দূরান্ত থেকে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রবাসের মাটিতে শত ব্যস্ততায় নিজের মাতৃত্বকে ,নিজের সংগঠনকে ,নিজের দেশের প্রতি ভালোবাসার টানে ,দেশের মানুষের জন্য কিছু করার প্রয়াসে সংগঠনের এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে ভোট দিতে ছুটে এসেছেন প্রচুর মহিলারাও।
বৃহত্তর নোয়াখালী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মিলানোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিলো বেশ কিছু দিন থেকেই বাংলাদেশ কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক, সমিতি, সাংস্কৃতিক নেতৃবৃন্দ নোয়াখালী সমিতির নির্বাচন পরিদর্শনে এসে স্বতঃস্ফূর্তভাবে বৃহত্তর নোয়াখালী সমিতিকে সাধুবাদ জানিয়েছেন।
দিন ব্যাপী ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রাত ১০.৩০ মিনিটে ।
মোট ৬০৪ টি ভোট সংগ্রহ হয়। তার মধ্যে-
সভাপতি পদে মীর হোসেন বিপ্লব ৩০৩ ভোট,
সহ সভাপতি ইঞ্জিনিয়ার ফিরোজ আলম ৩০০ ভোট,
সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন ৩০২ ভোট
ও প্রচার সম্পাদক এনামুল হক রিমন ৩৬৩ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।