সেনাবাহিনীর নামে ভুয়া তথ্য নিয়ে সতর্কতা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ সেনাবাহিনী ও বাহিনীটির বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রপাগান্ডার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবেই এই ধরনের কার্যক্রম চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ফেসবুক ও ইউটিউব চ্যানেলের নামসহ তাদের লিংক দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম: Bangladesh Army (https://www.army.mil.bd) এবং Join Bangladesh Army (https://joinbangladesharmy.army.mil.bd)। সেনাবাহিনীর ফেসবুক পেইজের নাম: Bangladesh Army (https://www.facebook.com/bdarmy.army.mil.bd) ও ইউটিউব চ্যানেল: Bangladesh Army (https://www.youtube.com/channel/UCpkg5RjtYqjRbxwL9Gf5Tfw) ।
এগুলো ব্যতীত অন্যান্য সকল ভুয়া (Fake) ওয়েবসাইট/ ফেসবুক পেইজ/ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা ও বানোয়াট তথ্য ও প্রপাগান্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
একইসঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য সম্বলিত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়।