সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন, নিরাপদে রোগীরা

778

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিরলসভাবে কাজ করছে।

fire-(1)বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এই আগুন লাগে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাসেল জানান, ঘটনাস্থলে ১১টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

শেরেবাংলা নগর থানার এসআই রাজিব জানান, হাসপাতালের নতুন ভবনের স্টোর রুমে আগুন লাগে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।

হাসপাতালে রোগীর স্বজনেরা জানান, আগুন লাগার খবরে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ভয়ে অনেকেই হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। পরে মুমূর্ষু অবস্থার কিছু রোগীকে অ্যাম্বুলেন্সে করে কর্তৃপক্ষ অন্য হাসপাতালে পাঠিয়েছে।

আগুন লাগার পরপরই হাসপাতালটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। তবে সোয়া ৭টার দিকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি সার্বিক বিষয় তদারকি করেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.