সৌদিতে আগুনে দগ্ধ হয়ে ৯ বাংলাদেশির মৃত্যু

426
নিউজবিডিইউএস:সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশিসহ ১৫ নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে আরও আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।resize-350x300x1x0image-38183-1523640423
শুক্রবার সকালে রিয়াদের দাখেল মাহমুদ এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। বাংলাদেশ দূতাবাস এ খবর নিশ্চিত করেছে। খবর জিডিএন অনলাইন নিউজ পোর্টালের।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সারওয়ার আলম জানান, সৌদি স্থানীয় সকাল ৭টার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টা) রিয়াদের আল নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় শ্রমিকদের থাকার একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ জন মারা যান। আটজন দগ্ধ হন। হতাহতদের রিয়াদের সিমুচি হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি শফিকুল ইসলাম ছয় বাংলাদেশির পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। দগ্ধ পাঁচজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), নারায়ণগঞ্জের রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল (৩৪), ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের (৪৫)। এর মধ্যে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝেরচরের পাভেল (২২) ও ঢাকার খোরশেদ (৫০) দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। দগ্ধ বাংলাদেশিরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
সেখানকার এক শ্রমিক জানান, তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। ওই কক্ষে সাতজন বাংলাদেশি থাকতেন। তারা সবাই মারা গেছেন। সৌদি আরবের সিভিল ডিফেন্সের বরাত দিয়ে স্থানীয় বার্তা সংস্থা এসএবিকিউও এ ঘটনায় সাতজন প্রবাসী শ্রমিকের মৃত্যুর খবর দিয়েছে।



 

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.