স্কাইপ চালু

616

টেলিযোগাযোগ অ্যাপ স্কাইপের কার্যক্রম মঙ্গলবার বিকেল থেকে আবার চালু হয়েছে। স্থানীয় নিয়ন্ত্রকরা অ্যাপটি খুলে দিয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সেক্রেটারি জেনারেল এমদাদুল হক বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপে খুলে দেয়ার জন্য তাদের বিকেল ৪টা ২৫ মিনিটে একটি মেইল দেয়। খবর: ইউএনবি

তিনি জানান, বিকেল সাড়ে ৪টা থেকে দেশব্যাপী স্কাইপের সেবা পুনরায় চালু হয়েছে। এখন মানুষ অ্যাপটির মাধ্যমে দেশ-বিদেশ থেকে যোগাযোগ করতে পারছেন।

skype

এবিষয়ে যোগাযোগ করা হলে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, দেশব্যাপী স্কাইপের সেবা পাওয়া যাচ্ছে। স্কাইপে ব্যবহারে কারিগরি ত্রুটি ছাড়া কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

এমদাদুল হক জানান, এর আগে সোমবার তারা বিটিআরসির কাছ থেকে একটি মেইল পেয়েছিলেন। এতে স্কাইপের মাধ্যমে দেশ-বিদেশে সব ধরনের যোগাযোগ স্থগিত করতে নির্দেশ দেয়া হয়।

তবে বিটিআরসি চেয়ারম্যান দাবি করেন, স্কাইপে বন্ধ করার কোনো নির্দেশনা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে দেয়া হয়নি।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.