স্কুলছাত্রীদের বোরকা পরার অধিকার চেয়ে রিট

665

স্কুলছাত্রীদের বোরকা পরার অধিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার সম্পাদক আল্লামা মুহম্মদ মাহবুব আলম এবং রাজধানীর মোহাম্মদপুরের তাজ  জামে মসজিদের খতিব আল্লামা আবুল খায়ের মুহম্মদ আজিজুল্লাহর পক্ষে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ আহসান ও শেখ ওমর শরীফ এ রিট আবেদন করেন।

high-court-deshrupantorরিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আইনজীবী শেখ ওমর শরীফ বলেছেন, ‘বোরকা পরাকে কেন্দ্র করে ছাত্রীদের নিগ্রহের বিষয়ে প্রতিবেদন বিভিন্ন সময়ে পত্রিকায় এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গত বছরের ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালককে আইনি নোটিশ পাঠানো হয়।

তিনি জানিয়েছেন কিন্তু নোটিশের জবাব না পাওয়ায় এবং  স্কুলছাত্রীদের বোরকা পড়ার অধিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

এ আইনজীবী আরো বলেছেন, রিটে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের আরজি জানানোর পাশাপাশি দেশের স্কুলে স্কুল ইউনিফর্মের ওপর বোরকা পরিধানে ছাত্রীদের বাধা না দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.