স্ত্রীর হয়ে প্রতীক নিলেন কক্সবাজারের বদি

551

কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্ত্রী শাহীন আক্তারের পক্ষে নৌকা প্রতীক নিলেন আলেচিত-সমালোচিত বিতর্কিত সংসদ সদস্য আবদুর রহমান বদি।

bodi_14

সোমবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছ থেকে স্ত্রীর সমর্থনকারী হিসেবে প্রতীক বুঝে নেন তিনি।

প্রতীক বরাদ্ধের জন্য নির্ধারিত দিন ছিল সোমবার।

প্রতীক গ্রহণ শেষে এ সময় সাংবাদিকদের বদি বলেন, উখিয়া-টেকনাফের সাধারণ মানুষ উন্নয়ন অব্যাহত রাখতে আমার স্ত্রীকেও ভোট দিয়ে নির্বাচিত করবেন।

আওয়ামী লীগের টিকেটে নৌকার মাঝি হয়ে ওই আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার সংসদ সদস্য মনোনীত হন আবদুর রহমান বদি।

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ওই আসনে টানা ১০ বছর সংসদ সদস্য থাকার কারণে নিজের অবস্থান পোক্ত করেন তিনি।

কিন্তু ইয়াবা গডফাদার তকমা ও অন্যান্য ইস্যুতে তৈরি হওয়া বিতর্কগুলো শেষ পর্যন্ত তার (বদি) জন্য কাল হয়ে দাঁড়ায়।

ফলে বিতর্ক এড়াতে আওয়ামী লীগ বদির পরিবর্তে নৌকার টিকিট দেয় তার স্ত্রী শাহিনকে।

এখন দেখার অপেক্ষা স্থানীয় জনগণ ওই আসনে জাতীয় সংসদের জন্য জনপ্রতিনিধি হিসেবে কাকে বেছে নেয়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.