স্থানীয় সংবাদমাধ্যমে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে ফেসবুক

498

স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে উন্নত করতে আগামী তিন বছরে ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বিশ্বজুড়ে সংবাদমধ্যমগুলোর ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ সিদ্ধান্ত নিয়েছে।

$300-mil-Facebook-Invest-in-Newsroom

বার্তা সংস্থা রয়টার্স জানায়, টেকসই ব্যবসার একটি উদাহরণ সৃষ্টিতে আগে থেকেই ফেসবুকের তৈরি পরিকল্পনা ছিল। সেটিকেই আরো বিস্তৃত করে প্রথমে যুক্তরাষ্ট্র ও পরে অন্যান্য দেশের সংবাদমাধ্যমগুলোতে সময় ও অর্থ বিনিয়োগের এ উদ্যোগ নিয়েছে তারা।

তবে ফেসবুক খবরের ব্যবসায় আগে যেমনভাবে বিনিয়োগ করছিল, এবার তারা সেভাবে এগোবে না।

আগে, ফেসবুকের মাধ্যমে খবর পরিবেশন করতে উৎসাহিত করা হতো সংবাদ প্রকাশকদের।  কিন্তু ফেসবুক সম্প্রতি ফেক নিউজের প্রাদুর্ভাব ঠেকাতে তাদের কৌশল পরিবর্তন করায় অনেক সংবাদমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়।

ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ক্যাম্পবেল ব্রাউন বলেন, আমরা ফেসবুকে ফেক নিউজ, ভুয়া তথ্য এবং নিম্নমানে সংবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যমগুলোর উন্নতিতে সাহায্য করারও একটা দায়িত্ব ও সুযোগ আমাদের রয়েছে।

তিনি বলেন, বিদ্বেষ, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ দেয়ার জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে ফেসবুক।

ক্যাম্পবেল ব্রাউন জানান, প্রথম পর্যায়ে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে রিপোর্টিংয়ে বিনিয়োগ করবে ফেসবুক। একই সঙ্গে সংবাদ সংগ্রহে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর গবেষণায় বিনিয়োগ করবে তারা। নিয়োগ দেয়া হবে ‘ট্রেইনি কমিউনিটি জার্নালিস্ট’ বা জনপদভিত্তিক শিক্ষানবিশ সাংবাদিক। এদেরকে স্থানীয় নিউজরুমে নিযুক্ত করা হবে। এছাড়াও স্বেচ্ছাসেবক সংগঠন পিস কোরের আদলে এক হাজার সাংবাদিককে বিভিন্ন এলাকায় নিয়োগ দেয়া হবে আগামী পাঁচ বছরে।

প্রাথমিকভাবে ফেসবুকের এই অর্থায়ন দেয়া হচ্ছে পুলিতজার সেন্টার, রিপোর্ট ফর আমেরিকা, নাইট লেনফেস্ট লোকাল নিউজ ট্র্যান্সফরমেশন ফান্ড, লোকাল মিডিয়া এসোসিয়েশন অ্যান্ড লোকাল মিডিয়া কনসোর্টিয়াম, আমেরিকান জার্নালিজম প্রজেক্ট এবং কমিউনিটি নিউজ প্রজেক্টকে।

গত ডিসেম্বরে ফেসবুক জানিয়েছিল তারা ব্রিটেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে ৬০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছিল।

লোকাল মিডিয়া কনসোর্টিয়ামের সিইও ফ্রান উইলস বলেন, নিজেদের স্বার্থেই ফেসবুক কর্তৃপক্ষ তাদের প্ল্যাটফর্মে যত বেশি সম্ভব বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করতে চাইবে। এতে করে ইউজাররাও সরাসরি লাভবান হবেন।

কনসোর্টিয়ামটি ৮০টি সংবাদমাধ্যমের ২ হাজার ২০০টি প্রতিষ্ঠানের একটি সংগঠন।

উইলস বলেন, ফেসবুক কনসোর্টিয়াম বিশেষ ব্র্যান্ডের সংবাদ অনুষ্ঠান তৈরিতে সাহায্য করছে, যেন আরো বেশি বিজ্ঞাপন পাওয়া যায়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.