স্পেন আওয়ামীলীগ এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে…
সাইফুল আমিন,স্পেনঃ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুরর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল ও ১৬ তারিখ প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড আগমন উপলক্ষে আলোচনা সভা।
গত ৯ জানুয়ারি রাত ১০’৩০ টায় মাদ্রিদের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ সমিতির সহ সভাপতি ও স্পেন আওয়ামীলীগ এর সংগ্রামী নেতা জনাব দুলাল সাফার সভাপণ্ডিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা করেন। এবং প্রধান মন্ত্রীর সুইজারল্যান্ড আগমনে দুলাল সাফার নেত্রীতে ১টিম সেখানে প্রধান মন্ত্রীর অনুষ্ঠানে যোগদান করবেন, সে বিষয় আলোচনা করেন। জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জনাব দুলাল সাফা। আমান উল্লা বাদল, শেখ ইসলাম উদ্দিন। আয়ুব আলি সুহাগ, এম এ আমিন, সবুজ আলম, মাহবুব আলম বকুল, সায়েম সরকার, নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, মিটু, সেলিম, সুহাগ সহ আর ও অনেকে।