স্পেন আওয়ামীলীগ এর বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস

672

সাইফুল আমিন,স্পেনঃ মহান বিজয়ের ৪৫বছর পুরতি উপলক্ষে গত ২৬/১২/২০১৬ ইং রাত ৯:৩০ স্পেন আওয়ামীলীগ এর বিজয় দিবস উদযাপন কমিটির আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস।

15749684_736326296522983_1025560496_n

অনুষ্ঠানের শুরুতেই কুরআন তেলাওয়াত করেন,আয়ুব আলী সুহাগ ।

সভায় সভাপতিত্ব করেন মহান বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ দুলাল সাফা। বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় সভায় জাতীয় সংগীত পরিবেশন ও ৭১ এ মুক্তিযুদ্ধে সকল সহিদের শরণে দারিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় , শুভেচ্ছা বক্তব্য রাখেন,স্পেন সেচ্ছাসেবক লিগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্পেন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম আজাদ(বেঙ্গল) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা গোলাম মওলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,স্পেন আওয়ামীলীগ এর উপদেষ্টা,এ কে এম জহির ইসলাম,সহ সভাপতি আমানুল্লাহ বাদল,আয়ুব আলি সুহাগ,ইসলাম উদ্দিন,জানে আলম,এম এ আমিন,মোঃহাছান,সায়েম সরকার, এইছ এম দবির তালুকদার,সবুজ।মাহাবুবুল আলম বকুল,সামিম হক,তাপস দেবনাত,এনাম আলি খান,জুয়েল আহমেদ মালেক,বাতেন সরকার,সহ আরও অনেকে, অনুষ্ঠানে সভাপতি জনাব দুলাল সাফা তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা জানান এবং বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। দেশকে ভালোবাসতে হবে ,বিজয়ের মান আমাদের অক্ষুন্ন রাখতে হবে। সভা শেষে মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করা হয় ,এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংঘটক প্রয়াত জননেতা আব্দুর রাজ্জাক এর ৫ম মৃত্যু বাষিকি উপলক্ষে বিশেষ দুয়া ও মুনাজাত করা হয়,অনুষ্ঠানে আওয়ামীলীগ সহ এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.