স্পেন যুবদলের আয়োজনে পালিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল
ফেরদৌসী আক্তার পলি, মিলান ইতালি
১৫ ই জুন বুধবার, দশ রমজান, স্পেন মাদ্রিদ এর স্থানীয় একটি হোটেলে, স্পেন যুবদল এই ইফতারের আয়োজন করে। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন মোহসিন মোল্লা। স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল আওয়াল খান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, স্পেন যুবদল সিনিয়র সহ সভাপতি কাজী জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্পেন বিএনপি ’র সাবেক সভাপতি খোরশেদ আলম মজুমদার, সাবেক সহ সভাপতি জামাল উদ্দিন মনির। আরো বক্তব্য রাখেন, মনওয়ার হোসেন মনু, শরিফ মনিরুজ্জামান, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, রিয়াজ উদ্দিন লুৎফর, মোতালেব হোসেন বাবুল, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগান সহ আরো অনেকে।
বক্তারা বলেন, রোজা মানুষকে সংযম শিক্ষা দেয় আর একসাথে ইফতারের মাধ্যমে মানুষের অন্তরে জাগ্রত করে ভাতৃত্ববোধের, কিন্তু এই সিয়াম সাধনার মাসে ও বর্তমান অবৈধ আওয়ামী সরকারের নির্যাতন থেকে বিএনপি নেতা কর্মীরা রক্ষা পাচ্ছে না। বক্তারা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করে গণ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সভা শেষে বিশ্বের মুসলিম উম্মাহের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে বিএনপি, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।