স্বতন্ত্র লড়তে চান রাজশাহী আ.লীগের ২ নেতা

630

শেষ দিনে আনন্দ উৎসবে রাজশাহীতে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বুধবার সকাল থেকে জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

Maraj-Faruqরাজশাহী রিটানিং অফিসারের কার্যালয়ের তথ্যমতে, রাজশাহীর ছয়টি আসনে মোট ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ১২ জন, রাজশাহী-২ আসনে ৮ জন, রাজশাহী-৩ আসনে ১০ জন, রাজশাহী-৪ আসনে ৫ জন, রাজশাহী-৫ আসনে ১১ জন ও রাজশাহী-৬ আসনে ৭ জন।

এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করতে চান আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক দুই সংসদ সদস্য। এরা হলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মেরাজ উদ্দিন মোল্লা ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে তাজুল ইসলাম মো: ফারুক। তারা দুইজনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদের মধ্যে মেরাজ উদ্দিন মোল্লা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য রয়েছেন। তিনি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০১৪ সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হন। সেবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন আয়েন উদ্দিন। এবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।

অপরদিকে, তাজুল ইসলাম মো: ফারুক জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তিনি ১৯৯১ সালে রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছিলেন। এছাড়াও ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান করা হয়। টানা তিনবার মনোনয়ন বঞ্চিত হয়ে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চান।

এ আসনে এবার প্রথম বারের মত মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং জেলা স্বাচীপের সভাপতি ডাঃ মুনসুর রহমান। আর মনোনয়ন থেকে ছিটকে পড়েন দুইবারের এমপি আব্দুল ওয়াদুদ দারা।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.