স্বাধীন বাংলা বেতারের শিল্পী রঙ্গলাল আর নেই

427

অনলাইনডেস্কঃস্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রঙ্গলাল দেব চৌধুরী কানাডার টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে মারা গেছেন। গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।

(শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী ছবিঃ সংগৃহীত)
(শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী ছবিঃ সংগৃহীত)

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সঙ্গীতজ্ঞ রঙ্গলাল দেব চৌধুরীর রচিত ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনের কথা’ গ্রন্থটি প্রকাশিত হয় ২০১৭ সালে। বইটি ঐতিহাসিক একটি দলিল। সেখানে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে অনেক অজানা কথা লিখেছেন।
কানাডার বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার (বিএলআরসি) বইটি প্রকাশ করেছে।
রঙ্গলাল দেব চৌধুরীর ছেলে দেবাশীষ চৌধুরী জানান, টরন্টোতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
এক পুত্র ও দুই কন্যা নিয়ে এই গুণী শিল্পী টরন্টো শহরে থাকতেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.