সড়ক দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা
বাদশা, রাজশাহীঃ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর সংবাদ শুনে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে কিছু সময়ের ব্যবধানে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সড়ক দুর্ঘটনায় নিহত প্রেমিকের নাম তূর্য হোসেন। সে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জেহের হোসেন সুজার ছেলে। তার মৃত্যুর খবর শুনে আত্মহত্যাকারী প্রেমিকার নাম কেয়া খাতুন। সে নগরীর ডাসমারী এলাকার আব্দুল মান্নানের মেয়ে। নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে কেয়া। পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে মারা যায় সে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে তূর্য মোটরসাইকেলযোগে বিনোদপুর বাজার থেকে বাড়িতে ফিরছিল। এসময় ইটবাহী একটি ট্রলির ধাক্কায় তূর্য গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা করেন। পরে সেখান থেকে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে তূর্য মারা যায়।এদিকে তূর্যের মৃত্যুর খবর শুনে তার প্রেমিকা কেয়া খাতুন নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে দ্রুত প্ররিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসার সময় সেও মারা যায়।