হাজার মামলার তালিকা দিল বিএনপি
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিতীয় দফায় রাজনৈতিক মামলার তালিকা দিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু মামলার তালিকা পৌঁছে দেন।
এর আগে গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠিসহ গায়েবি মামলার আংশিক তালিকা জমা দেয় দলটি।
গত ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে এই তালিকা চান।