হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন রংপুরে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার
এদিকে অনুসন্ধানে জানা গেছে যে ফেসবুকের স্ট্যাটাস নিয়ে এত কাণ্ড তা দেয়া হয়েছে রংপুরের গঙ্গাছড়া থেকে আপলোড করা হয়েছে। সব শেষ শনিবার টিটুর নামে করা ফেসবুক আইডিটি ব্যবহার করা হয়েছে রংপুরের বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে। ফেসবুকের ওই আইডিতে টিটুর নাম ব্যবহার করা হলেও নামের আগে মোহাম্মদ ব্যবহার করা হয়েছে। যা অবাক করেছে সবাইকে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় উন্মাদনার উদ্দেশে ফেক আইডি ব্যবহার করে এই কাজ করা হয়েছে। তারা বলেন, যে ফেসবুক আইডিকে ঘিরে এই উন্মাদনা তার বয়স ছিল মাত্র তিন মাস। অনুসন্ধানে দেখা যায় এই সক দাঙ্গার পিছনে রাজনীতি কাজ করে।
রংপুরের পুলিশ সুপার বলেন, যে ফেসবুক স্ট্যাটাসের কথা বলে এই হামলা চালানো হয়েছে। তা এখনো পুলিশের হাতে আসেনি। তিনি আরো বলেন, অভিযুক্ত হলেন টিটু রয়।কিন্তু ফেসবুকের আইডি ছিলো মোহাম্মদ টিটু। এক্ষেত্রে ব্যপারটি তার মাধ্যমে হয়েছে তা অন্য কেউ করেছে অথবা সে আদৌ ফেসবুক চালাতে পারে না এ বিষয়টি নিয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। সেটা পাওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তিনি আরো বলেন, টিটুকে গ্রেফতার করা হলে ঘটনার রহস্য জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
Recover your password.
A password will be e-mailed to you.