হিলারিকে জয়ি করুন,হিলারি সকলের:ওবামা
জাহিদ রহমান,ওয়াশিংটনডিসিঃ ডেমোক্রেট ন্যাশনাল কনভেনশনের তৃতীয় দিন স্থানীয় সময় বুধবার রাতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। বক্তব্যের শুরুতে ওবামা বলেন, ‘আমরা রাজনৈতিক জট দেখে হতাশ হই এবং জাতিগত বিভেদ দেখে চিন্তায় পড়ে যাই। ওরল্যান্ডো ও নিসের ঘটনায় আমরা বিস্মিত ও গভীরভাবে দুঃখিত।’
তিনি আরো বলেন, ‘সবকিছুর থেকে বেশি আমি যেটা দেখি, তা হলো যুক্তরাষ্ট্রের জন্য কোনটা সঠিক।’
এরপর ওবামা অশ্রু ভরা চোখে যুক্তরাষ্ট্রের জনগণ এতদিন তার প্রতি যে বিশ্বাস আর আস্থা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, তার প্রতি যুক্তরাষ্ট্রের জনগণ এতদিন যে ভালোবাসা দেখিয়ে এসেছেন একইভাবে তারা হিলারিকেও সমর্থন দেবেন।
যুক্তরাষ্ট্রের জনগণকে উদ্দেশ্য করে ওবামা বলেন, ‘আজ রাতে আমি আপনাদের বলছি, এতোদিন আমার জন্য আপনারা যা করেছেন, হিলারি ক্লিনটনের জন্যও তাই করবেন।’
রিপাবলিকান মনোনীত ডোনাল্ড ট্রাম্পকে গভীর নিরাশাবাদী আখ্যায়িত করে তার সম্পর্কে বলেন, ‘সমস্যা সমাধানের পথ না দেখানোর বদলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ভয় দেখাচ্ছেন।’
আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র আগে থেকেই মহান আছে, শক্তিশালীও আছে। আমি আপনাদের ওয়াদা করছি, আমাদের শক্তি, আমাদের মহত্ব ডোনাল্ড ট্রাম্পের মতো কারো ওপর নির্ভর করবেনা।’
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যৌথবাহিনী পাঠানোর বিষয়টি উল্লেখ করে ওবামা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনি ওই চেয়ারে(হোয়াইট হাউজ) না বসবেন আপনি আসলেই বুঝতে পাবেন না কীভাবে আমরা বিশ্বের সমস্যাগুলোকে মোকাবিলা করছি, কেনই বা তরুনদের যুদ্ধে পাঠাচ্ছি। হিলারি এসব ভালো বুঝবে কারণ তিনি ওই সিদ্ধান্তগুলোর অংশ ছিলেন।’
‘এমনকি ওই সমম্যাগুলোতে হিলারি নিজেকে শান্ত রেখে সবার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সবার কথাকে সম্মান দেখিয়েছেন। সবার সাথে সংহতি দেখিয়েছেন। তিনি ৪০ বছরেরও বেশি সময় এইসব সম্পর্কে জানেন।’
বক্তব্য শেষে হিলারিকে জনগণ কেন ভোট দেবে তার কারণ দেখিয়ে ওবামা বলেন, ‘এইসব কারণে সেরা হিলারি ক্লিনটন। কারণ তিনি সব বোঝেন। হিলারি একজন যোদ্ধা, একজন স্টেটসউইম্যান, একজন মা, একজন নানি, একজন সরকারি কর্মী ও একজন দেশপ্রেমী। হিলারি হবে আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট।