হোটেল থেকে চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার

616
ঢাকার পান্থপথের একটি হোটেল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক ও মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাজধানীর পান্থপথের হোটেল ওলিও’র একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল গণেশ বিশ্বাস।

yji6pjQz42c2

তিনিবলেন, হোটেল রুমের দরজা ভাঙ্গার পর আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিছানার পাশে ইনহেলার ও হৃদ রোগের জরুরি ওষুধ পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ জানতে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 সূর্যদিঘল বাড়ি, এমিলির গোয়েন্দা বাহিনী, লালসালু, অন্যজীবন-এর মতো কালজীয় ছবির চিত্রগ্রাহক ছিলেন আনোয়ার হোসেন। ১৯৪৮ সালে পুরান ঢাকায় তার জন্ম। অসাধারণ চিত্রগ্রহণের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

তার বাবা সিনেমা অফিসে চাকরি করার সুবিধার্থে প্রচুর সিনেমা দেখার সুযোগ পেতেন তিনি। সেখান থেকেই চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ তৈরি হয়। আর সেই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। সূর্যদীঘল বাড়ি সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

গুণী এ শিল্পী কয়েক বছর আগে ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন। থাকতেন শরীয়তপুর জেলার সদরে, ডিসি বাসভবন সংলগ্ন এলাকায়। মাঝে মাঝে তিনি ঢাকা আসতেন। কদিন আগে ঢাকা এসেছিলেন শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে অংশ নিতে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.