হোটেল থেকে চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের লাশ উদ্ধার
তিনিবলেন, হোটেল রুমের দরজা ভাঙ্গার পর আনোয়ার হোসেনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বিছানার পাশে ইনহেলার ও হৃদ রোগের জরুরি ওষুধ পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ জানতে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার বাবা সিনেমা অফিসে চাকরি করার সুবিধার্থে প্রচুর সিনেমা দেখার সুযোগ পেতেন তিনি। সেখান থেকেই চলচ্চিত্রের প্রতি তার আগ্রহ তৈরি হয়। আর সেই ধারাবাহিকতায় ১৯৬৭ সালে আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। সূর্যদীঘল বাড়ি সিনেমার মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।
গুণী এ শিল্পী কয়েক বছর আগে ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন। থাকতেন শরীয়তপুর জেলার সদরে, ডিসি বাসভবন সংলগ্ন এলাকায়। মাঝে মাঝে তিনি ঢাকা আসতেন। কদিন আগে ঢাকা এসেছিলেন শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে অংশ নিতে।