১০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলল ‘দিলওয়ালে’

1,043

বিনোদন ডেস্কঃ

 

শাহরুখ-কাজল ম্যাজিক যে ক্লিক করবে তা প্রত্যাশিতই ছিল। মুক্তির পর তা হাতে কলমে প্রমাণ দিল। প্রথম দিনেই আন্তর্জাতিক ব্যাবসার নিরিখে ‘দিলওয়ালে’ আয় করেছে ৩.৪ মিলিয়ন ডলার। আর এ বার ১০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলল বলিউডের এই ছবিটি।

 

 

রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি সাড়া ফেলেছে সংযুক্ত আরব-আমিরাতসহ উপসাগরীয় দেশগুলিতে। দুবাইতে এক দিকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে স্টার ওয়ার্সও। তার সঙ্গে পাল্লা দিচ্ছে শাহরুখের ‘দিলওয়ালে’ও। উইকএন্ডে হাউসফুল সব কটি প্রেক্ষাগৃহ।
ইউরোপ এবং আমেরিকাতেও বক্স অফিসের নিরিখে ছবিটা একই। সেখানেও সামনের সারিতে রয়েছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’। ট্রেড অ্যানালিস্টদের মতে, এখনও পর্যন্ত যা ট্রেন্ড ‘দিলওয়ালে’-র বাণিজ্যিক সাফল্য ছাপিয়ে যাবে শাহরুখের অন্য সব ছবিগুলিকে। বক্স অফিস বলছে, ইতিমধ্যেই ছবিটি বাণিজ্যিক সাফল্যের নিরিখে রেকর্ড সাফল্য পেয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.