১২ সেপ্টেম্বর সোমবার উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আযহা, নামাজ ও পশু কোরবানীর জন্য প্রস্তুত ধর্মপ্রাণ মুসল্লিরা…
জাহিদ রহমান, ওয়াশিংটনডিসিঃ বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যে ১২ সেপ্টেম্বর সোমবার ওয়াসিংটন ডিসি ও নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আযহা উদযাপিত হবে।
ঈদের নামাজে শিশু, কিশোর-কিশোরীসহ সর্বস্তরের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেবেন। উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটের মুসলমানরা তাদের নিকটস্থ মসজিদ, খোলা মাঠ আর কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করবেন। সমগ্র আমেরিকায় আড়াই হাজারেরও বেশী স্থানে মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর নামে পশু কোরবানী করবেন। এ জন্য অনেকেই বিভিন্ন খামারে গিয়ে পশু কোরবানী দিবেন। কেউবা গ্রোসারী শপে কোরবানীর অর্ডার দিয়েছেন।
ওয়াসিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড সহ বিভিন্ন স্থানে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো-ওয়াশিংটনডিসির কেন্দ্রীয় মসজিদে সকাল ১০ টায়, ২৫৫১ ম্যাসাসুসেট্স এভিনিউ, একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দার আল ‘নুর’৫৪০৪ হোডলি রোড, ম্যানাসাস, ভার্জিনিয়াতে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় মোট চারটি জামাত অনুষ্ঠিত হবে।
বাইতুল মুকাররম মসজিদ;
২১১৬ সাউথ নেলসন স্ট্রিটে একমাত্র বাংলাদেশী মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
টার্কিশ মসজিদে;
৯৭০৪ গুডলাক রোড, ল্যানহাম, এমডি ২০৭০৬ , স কাল ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে।
পিজিএম এ মসজিদ;
৯১৫০ লেনহাম সেভারন রোড,সকাল ৮ টা, ৯:৩০ টা ও ১১ টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।