১৮ সেপ্টেম্বর ওয়াসিংটন ডিসিতে পথমেলা

509

জাহিদ রহমান, ওয়াশিংটন ডিসিঃ বাংলাদেশী আমেজে ঐতিহ্যের মহামিলন।

14397230_1097886713581612_792310520_n

আগামী ১৮ সেপ্টেম্বর রোববার ওয়াসিংটন ডিসির খোলা রাস্তায় বসতে যাচ্ছে পথমেলা। প্রিয় বাংলার আয়োজনে ৫ম এ পথমেলা ভার্জিনিয়ার আরলিংটনের ৮৮০ ওয়ালটার রিডস এ অনুষ্ঠিত হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত মেলায় আগতদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে দেশীয় নানা খাবারের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকরা জানান, ৫ম বারের মতো মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত বছরগুলোতে মেলায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতি আয়োজনের ক্ষেত্রে অনুপ্রেরনা জুগিয়েছে। তারা আরো জানান, পথমেলায় এসে দর্শনার্থীরা বাংলাদেশের গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী মেলার গন্ধ খুঁজে পাবেন।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.