২০০ আসনে প্রার্থী দেবে জাপা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা) ২০০ আসনে মনোনয়নপত্র দাখিল করবে। তবে তাঁরা মনোনয়নপত্র বাছাইয়ের পর আ.লীগের সঙ্গে মহাজোটগতভাবে চূড়ান্ত প্রার্থী ঠিক করবে।
আজ সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সংবাদ সম্মেলনে আজ তাঁদের প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও ‘কৌশলগত কারণে’ তা করা হয়নি বলে জানানো হয়। তবে এ নিয়ে কেউ বিস্তারিত কিছু বলেনি।