২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে ফোবানা সম্মেলন প্রস্তুতি সভা ১৫ অক্টোবর
নিউজবিডিইউএস:আগামী ২০২১ সালে ওয়াশিংটন ডিসিতে ফোবানা সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি। এ লক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করেছে সংগঠনটি। ১৫ অক্টোবর রবিবার বেলা ১২ টায় ভার্জিনিয়ার ষ্প্রীংগার্ডেন ড্রাইভ, ষ্প্রীংফিল্ডের ডেরা রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সংগঠনটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় ফোবানা সম্মেলন আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকরা জানান, যদিও ২০১৬ সালে ওয়াসিংটন ডিসিতে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। তারপরও ২০২১ সালে আয়োজন করতে চান তারা। কারন, ফোবানার রীতি অনুযায়ী চার বছর পর একই স্টেটে এটি আয়োজনের কোন বাঁধা নেই।
ফোবানা সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষে মতবিনিময় সভায় সকলকে উপস্থিত থাকতে আহবান হয়েছে।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলকে দুপুরের খাবার দিয়ে আপ্পায়িত করা হবে।
প্রয়োজনে যাদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে-
জি আই রাসেল ৬৪৬-৫৩৩-১৩৫০
সাদেক খান ৭০৩-৮৩২-৫০১৪
মনির পাটোয়ারী ৭০৩-৯৮০-৪৩৯৯
মুনির হুসাইন-৫৭১-২১৪-৮৭৮৯
মোস্তাফিজুর রহমান রনি ৫৭১-৭৩৩-৩৬৮২।(প্রেস বিজ্ঞপ্তি)