২৬ ফেব্রুয়ারী ওয়াশিংটনে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর পিঠা উৎসব, প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ
জাহিদ রহমান, ওয়াশিংটন ডিসিঃ
আগামী ২৬ ফেব্রুয়ারী ওয়াসিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট পিঠা উৎসব। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী আয়োজিত পিঠা উৎসবে গ্রেটার ওয়াশিংটনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলীর আবু রুমী এবং মোঃ আক্তার হুসেইন জানান, ঐদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২ টা পর্যন্ত জমজমাট এ পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ২৩ এবং ২৯ জানুয়ারী ভয়াবহ তূষারপাত ও তুষার ঝড়ের কারণে পূর্বঘোষিত পিঠা উৎসব ও মেলা সাময়িকভাবে স্থগিত করা হয়।
অবশেষে আগামী ২৬ ফেব্রুয়ারী আবার সেই জমকালো পিঠা উৎসব নিয়ে আসছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী। পিঠা উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছে আইটি শিক্ষা প্রতিষ্ঠান ডাটা গ্রুপ।