৩০০ আসনে মনোনয়নপত্র জমা ৩০৫৬
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বুধবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ঢাকা-৮ আসনে সবচেয়ে বেশি ২২ জন এবং মাগুরা-২ আসনে সব থেকে কম ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলেও জানান সচিব।
সচিব জানান, প্রথমবারের মতো সারাদেশে অনলাইনে ৩৯টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। ব্ল্যাংক ৮টি, শুধু বায়োডাটা ৮টি আর প্রকৃত ২৩টি মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কোন দল কতটি মনোনয়নপত্র জমা দিয়েছে তা বৃহস্পতিবার জানানো যাবে। সারাদেশে উৎসবমুখর ভাবে মনোনয়নপত্র দাখিল হয়েছে। কোথাও কোনো আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।
নির্বাচনে এবার কোনো আসনে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার রেকর্ড নেই। দশম সংসদ নির্বাচনে অন্তত ৭টি আসনে একক প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। সে সময় মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৪৬০টি।
প্রসঙ্গত ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদে মোট মনোনয়নপত্র দাখিল হয়েছিল ১ হাজার ১০৭টি, ২০০৮ সালের নবম সংসদে ২ হাজার ৪৬০টি, ২০০১ সালের অষ্টম সংসদে ২ হাজার ৫৬৩টি, ১৯৯৬ সালে সপ্তম সংসদে ৩ হাজার ৯৩টি এবং ১৯৯১ সালে ৬ষ্ঠ সংসদে ৩ হাজার ৮৫৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।
আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে আগামী ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।