৬ নভেম্বর শুরু হচ্ছে স্টান্ডার্ড টাইম…

543

নিজস্ব প্রতিবেদকঃ ৬ নভেম্বর রবিবার  শেষ হচ্ছে ডে লাইট সেভিং টাইম  শুরু হচ্ছে  স্টান্ডার্ড টাইম।

রবিবার থেকে শুরু হওয়া  স্টান্ডার্ড টাইম  অব্যাহত থাকবে মার্চ ১২ , ২০১৭ রবিবার পর্যন্ত।

unnamed (2)

নতুন এ সময়সূচি অনুযায়ী ওয়াশিংটনডিসিতে যখন বেলা ১২টা  ঢাকায় তখন হবে রাত ১১টা। অর্থাৎ বাংলাদেশ সময় রবিবার বেলা ১টায় ঘড়ির কাঁটা মিলিয়ে নিতে হবে। এ সময় ঢাকায় বেলা ১টা এবং ওয়াশিংটনডিসিতে হবে ভোর রাত ২টা। দিনের আলোকে কাজে লাগাতে বছরে দুবার ঘড়ির কাঁটা এভাবে আগপাছ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.