৮০ শতাংশ ভোট পড়েছে: সিইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সোমবার নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করে ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, এবারের নির্বাচনে ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। অনিয়মের কারণে ১৬টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ফল স্থগিত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতি ছিল। তারা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়ে নতুন সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। দেশি-বিদেশি গণমাধ্যমে যা দেখেছি তাতে মনে হয়েছে জাতি গতকাল ভোট উৎসবে মেতেছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১৪ জনের প্রাণহানি ঘটেছে সে জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
ঐক্যফ্রন্টের নতুন নির্বাচনের দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, তাদের দাবি মেনে নেয়া সম্ভব নয়। এখানে আমাদের কিছুই করার নেই। জনগণ ভোট দিয়েছে তাই ভোটের এত পার্থক্য। সুতরাং নতুন করে আমরা নির্বাচন দেব না। গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকায় আমরা দেখেছি, কোনো অনিয়ম হয়নি। এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগও পায়নি। পেলে তদন্ত করে দেখব।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার হ্যাটট্রিক জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী ২৫৯ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন এই দল। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী এই দলটি।