কানেকটিকাটে বাংলাদেশি উইমেনস নেটওয়ার্কের আত্মপ্রকাশ

211

নিজস্ব প্রতিবেদক, হার্টফোর্ডঃ এই প্রথমবারের মতো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করল কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে নবগঠিত বাংলাদেশি উইমেনস নেটওয়ার্ক (বিডব্লিউএন)।

BWN-CT

স্থানীয় সময় গত রবিবার সন্ধ্যায় কানেকটিকাটের ম্যানচেষ্টারের মেইন ষ্ট্রিটের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে ম্যানচেস্টারসহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর সংখ্যক নারী ও পুরুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানের শুরুতেই ফিতা ও কেক কেটে বাংলাদেশি উইমেনস নেটওয়ার্ক (বিডব্লিউএন)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট নজরুল গবেষক লেখক ও বিজ্ঞানী ড. গুলশান আরা কাজী।

এসময় তিনি বলেন আজ এ থেকে যাত্রা শুরু হলো। সংগঠনটি যে প্রবাসে নারী ও পুরুষের কল্যাণে সমানভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি আমেরিকান অ্যাশোসিয়েশন (বাক)-এর আসন্ন নির্বাচনে হেলাল-আজম পরিষদের প্রার্থীরা।
আলোচনা, আড্ডা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়ে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেন স্থানীয় বাংলাদেশিরা। এ অনুষ্ঠানে নতুন কমিটি নাম ঘোষনা করা হয়। বাংলাদেশি উইমেনস নেটওয়ার্ক (বিডব্লিউএন)-এর  নতুন কমিটিতে সীমা রিফাত উল্লাহ সভাপতি ও রওনক আফরোজ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে বিডব্লিউএন এর নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।প্রবাসে বাংলাদেশি নারীদের শিক্ষা, সাংস্কৃতিক এবং সামাজিক যোগাযোগ ও প্রবাসীদের কল্যাণে সব সময় কাজ করবে জানান বিডব্লিউএন এর নির্বাচিত সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.