কানেকটিকাটে বাংলাদেশি উইমেনস নেটওয়ার্কের আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক, হার্টফোর্ডঃ এই প্রথমবারের মতো বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করল কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টারে নবগঠিত বাংলাদেশি উইমেনস নেটওয়ার্ক (বিডব্লিউএন)।
স্থানীয় সময় গত রবিবার সন্ধ্যায় কানেকটিকাটের ম্যানচেষ্টারের মেইন ষ্ট্রিটের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে ম্যানচেস্টারসহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রচুর সংখ্যক নারী ও পুরুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানের শুরুতেই ফিতা ও কেক কেটে বাংলাদেশি উইমেনস নেটওয়ার্ক (বিডব্লিউএন)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট নজরুল গবেষক লেখক ও বিজ্ঞানী ড. গুলশান আরা কাজী।
এসময় তিনি বলেন আজ এ থেকে যাত্রা শুরু হলো। সংগঠনটি যে প্রবাসে নারী ও পুরুষের কল্যাণে সমানভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি আমেরিকান অ্যাশোসিয়েশন (বাক)-এর আসন্ন নির্বাচনে হেলাল-আজম পরিষদের প্রার্থীরা।
আলোচনা, আড্ডা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ হয়ে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেন স্থানীয় বাংলাদেশিরা। এ অনুষ্ঠানে নতুন কমিটি নাম ঘোষনা করা হয়। বাংলাদেশি উইমেনস নেটওয়ার্ক (বিডব্লিউএন)-এর নতুন কমিটিতে সীমা রিফাত উল্লাহ সভাপতি ও রওনক আফরোজ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে বিডব্লিউএন এর নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।প্রবাসে বাংলাদেশি নারীদের শিক্ষা, সাংস্কৃতিক এবং সামাজিক যোগাযোগ ও প্রবাসীদের কল্যাণে সব সময় কাজ করবে জানান বিডব্লিউএন এর নির্বাচিত সদস্যরা।